সিটিজেন চার্টার
জেলা মৎস্য দপ্তর, টাঙ্গাইল
দপ্তরের কার্যাবলী
ক) জেলার বিদ্যমান জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে কারিগরি পরামর্শ প্রদান করা।
খ) ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মৎস্য বিষয়ক প্রকল্প প্রনয়ণ ও বাস্তবায়নে সহায়তা প্রদান করা।
সেবা প্রদানকারী কর্মকর্তা/ কর্মচারীদের পদবীঃ
গ) জেলার মৎস্য বিষয়ক সার্বিক তথ্যাদি সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করা।
ঘ) উপজেলা মৎস্য দপ্তর প্রণীত মৎস্য বিষয়ক উন্ন্য়ণ প্রকল্পের কারিগরি সম্ভাব্যতা যাচাই পূর্বক বাস্তবায়নে প্রয়োজণীয় পরামর্শ প্রদান করা।
ঙ) উপজেলা পর্যায়ে বাস্তবায়িত মৎস্য বিষয়ক সকল কর্মকান্ড তদারকি, পর্যালোচনা ও এতদ্বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।
চ) প্রাকৃতিক উৎস হতে রেণূ পোনা সংগ্রহে সরকারী বিধি মোতাবেক লাইসেন্স প্রদান করা।
ছ) জেলা মৎস্য বিষয়ক ও প্রাতিষ্ঠানিক সমস্যা চিহ্নিত করা এবং সমাধান কল্পে ব্যবস্থা গ্রহন করা।
জ) অধিদপ্তরীয় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প দলিলে বর্ণিত দায়িত্ব পালন করা।
- সহকারি পরিচালক,
- মৎস্য জরিপ কর্মকর্তা
- এস্টিমেটর/উপ সহকারি প্রকৌশলী
- উচ্চমান সহকারী
- হিসাব রক্ষক
- অফিস সহকারী
যথা সময়ে সেবা পাওয়া না গেলে যার সহায়তা চাহিবেন-
- জেলা মৎস্য কর্মকর্তা, টাঙ্গাইল।
- ফোনঃ ৬৩৬৭৮/ ৫১৭০৫
যথা সময়ে সেবা পাওয়া না গেলে যার সহায়তা চাহিবেন-( সময়সীমা- ৩ কর্মদিবস)
উপ পরিচালক
মৎস্য অধিদপ্তর, ঢাকা বিভাগ, ঢাকা।
ফোন-৯৫৫০৮২২
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS