Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

জেলা মৎস্য দপ্তর, টাঙ্গাইল

   দপ্তরের কার্যাবলী

ক) জেলার বিদ্যমান জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে কারিগরি পরামর্শ প্রদান করা।

খ)  ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মৎস্য বিষয়ক প্রকল্প প্রনয়ণ ও বাস্তবায়নে সহায়তা প্রদান করা।

সেবা  প্রদানকারী কর্মকর্তা/ কর্মচারীদের পদবীঃ

গ)  জেলার মৎস্য বিষয়ক সার্বিক তথ্যাদি সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করা।

ঘ)  উপজেলা মৎস্য দপ্তর প্রণীত মৎস্য বিষয়ক উন্ন্য়ণ প্রকল্পের কারিগরি সম্ভাব্যতা  যাচাই পূর্বক বাস্তবায়নে  প্রয়োজণীয় পরামর্শ প্রদান  করা।

ঙ)  উপজেলা পর্যায়ে বাস্তবায়িত মৎস্য বিষয়ক সকল কর্মকান্ড তদারকি, পর্যালোচনা ও এতদ্বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা।

চ)  প্রাকৃতিক উৎস হতে রেণূ পোনা সংগ্রহে সরকারী বিধি মোতাবেক লাইসেন্স প্রদান করা।                   

ছ)  জেলা মৎস্য বিষয়ক ও প্রাতিষ্ঠানিক সমস্যা চিহ্নিত করা  এবং সমাধান কল্পে ব্যবস্থা গ্রহন করা।     

জ)  অধিদপ্তরীয় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প দলিলে বর্ণিত দায়িত্ব পালন করা।                

-           সহকারি পরিচালক,

-           মৎস্য জরিপ কর্মকর্তা

-          এস্টিমেটর/উপ সহকারি প্রকৌশলী

-           উচ্চমান সহকারী

-          হিসাব রক্ষক

-           অফিস সহকারী

যথা সময়ে সেবা পাওয়া না গেলে যার সহায়তা চাহিবেন-

-           জেলা মৎস্য কর্মকর্তা, টাঙ্গাইল।

-          ফোনঃ ৬৩৬৭৮/ ৫১৭০৫

যথা সময়ে সেবা পাওয়া না গেলে যার সহায়তা চাহিবেন-( সময়সীমা- ৩ কর্মদিবস)

উপ পরিচালক

মৎস্য অধিদপ্তর, ঢাকা বিভাগ, ঢাকা।

ফোন-৯৫৫০৮২২